নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারে

Raad Computer and Photoshop
0

আপনার পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করবেন 

খাদ্য চাহিদা

১) একটা পুকুর।

২) ২বিঘা জমি ধান চাষ।

৩) সবজি আঙিনা চাষ।

৪) ৬টা মুরগী ১টা মোরগা।

৫) ২টা গাভী।


বস্ত্র চাহিদা(উৎপাদন)

১) একটি সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

আদর্শ বাসস্থান

১) বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।

২)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

৩) বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।

৪) বাড়িতে উঠান রাখা।

৫) বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।


চিকিৎসা

১) কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

২) নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।

৩) ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।

৪ )ফাস্ট এইড বক্স।

শিক্ষা 

১) ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

২) পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)

৩) পারিবারিক লাইব্রেরী।






Post a Comment

0Comments

Post a Comment (0)